ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে ভিডিও কনফারেন্স

‘প্রধানমন্ত্রী আমার নানী’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ৩, ২০১৭
‘প্রধানমন্ত্রী আমার নানী’ প্রধানমন্ত্রীকে ‘নানী’ সম্বোধন এক শিক্ষার্থীর

সাভার (ঢাকা): জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়াসহ বিভিন্ন গুরুপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলেছেন।

বুধবার (০৩ মে) ভিডিও কনফারেন্সে কথা বলার সময় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী কানিজ ফাতেমা (কথা) প্রধানমন্ত্রীকে ‘নানী’ বলে সম্বোধন করে।

বাবা মিজানুর রহমান ও মা রেহানা আক্তারের বড় সন্তান কথা।

বাবা পেশায় একজন সিভিল সার্জন অফিসার (ডিএসআই)।

প্রধানমন্ত্রীকে কথা বলেন, আমার নানীর নাম হাসিনা বেগম, আর আপনার নাম শেখ হাসিনা। সে হিসেবে প্রধানমন্ত্রী আপনি আমার নানী।

কথা সাভার উচ্চ বালিকা বিদ্যালয় থেকে গোল্ডেন এ+ পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে সে পরিচিতি পেয়েছে। সব শ্রেণীতে পেয়েছে বৃত্তি। বর্তমানে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

বড় হয়ে তার ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান বাংলানিউজকে। কথা জানায় ছোট বেলা থেকেই তার খুবই ইচ্ছা, সে একজন অনেক বড় ডাক্তার হবে। গরীব অসহায় মানুষের সেবা করবে। আর তাই সে প্রধানমন্ত্রীর কাছে সর্বাত্মক সহায়তা কামনা করলেন।

দেশে বর্তমান পরিস্থিতি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন উপহারসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমানে সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে চলেছে। বছরের প্রথম দিনে সবার হাতে বই তুলে দিচ্ছে, আয়োজন করা হচ্ছে বই উৎসব। দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের দেয়া হচ্ছে উপবৃত্তি। এছাড়াও বিভিন্ন প্রকার সুযোগ সুবিধাতো আছেই। সরকারের হস্তক্ষেপে কমে গেছে সাভারের ইভটিজিংসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড।

সাভারের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ, নারী শ্রমিক জাহানারার কথা শুনেন।

এর আগে ঢাকা বিভাগের বিভিন্ন প্রতার উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও চিত্র, ছবি, বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়। সাভারের ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণি, ধামরাই পৌর মেয়র গোলাম কবির, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।