ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিটিং সার্ভিস নিয়ন্ত্রণে বিআরটিএ’র কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
সিটিং সার্ভিস নিয়ন্ত্রণে বিআরটিএ’র কমিটি গঠন রাজধানীতে চলাচলকারী একটি পরিবহনের সিটিং সার্ভিস

ঢাকা: সিটিং সার্ভিসকে একটি নিয়ন্ত্রিত আলাদা পরিবহন কাঠামোর মধ্যে আনতে বিআরটিএ’র একজন পরিচালকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিনমাসের মধ্যে পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করবে। সে আলোকে সিটিং সার্ভিস চলবে।

বুধবার (০৩ মে) থেকে এ কমিটি কাজ শুরু করেছে। বিআরটিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


 
সূত্র জানায়, বিআরটিএ পরিচালক শেখ মাহবুব-ই-রব্বানীর নেতৃত্বে সাত সদস্যের  কমিটিতে পুলিশ, মালিক নেতা, শ্রমিক নেতা ও সাংবাদিক প্রতিনিধি রাখা হয়েছে।  
 
বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান বাংলানিউজকে জানান, কমিটি আগামী তিন মাসের মধ্যে সিটিং সার্ভিস নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে বিআরটিএ-তে জমা দেবে। এর মধ্যে তারা স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করবে।
 
গত মাসের ১৬ এপ্রিল থেকে চারদিনের জন্য বন্ধ করা হয় সিটিং সার্ভিস। পরে ১৫ দিনের মধ্যে সিটিং সার্ভিস নামে পৃথক সার্ভিস বিবেচনা করে তা নিয়ন্ত্রিত কাঠামোয় আনতে সিদ্ধান্ত হয়। যা নতুন কমিটি তিন মাসের মধ্যে বিস্তারিত তুলে ধরে প্রতিবেদন জমা দেবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।