বুধবার (০৩ মে) থেকে এ কমিটি কাজ শুরু করেছে। বিআরটিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিআরটিএ পরিচালক শেখ মাহবুব-ই-রব্বানীর নেতৃত্বে সাত সদস্যের কমিটিতে পুলিশ, মালিক নেতা, শ্রমিক নেতা ও সাংবাদিক প্রতিনিধি রাখা হয়েছে।
বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান বাংলানিউজকে জানান, কমিটি আগামী তিন মাসের মধ্যে সিটিং সার্ভিস নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে বিআরটিএ-তে জমা দেবে। এর মধ্যে তারা স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করবে।
গত মাসের ১৬ এপ্রিল থেকে চারদিনের জন্য বন্ধ করা হয় সিটিং সার্ভিস। পরে ১৫ দিনের মধ্যে সিটিং সার্ভিস নামে পৃথক সার্ভিস বিবেচনা করে তা নিয়ন্ত্রিত কাঠামোয় আনতে সিদ্ধান্ত হয়। যা নতুন কমিটি তিন মাসের মধ্যে বিস্তারিত তুলে ধরে প্রতিবেদন জমা দেবে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসএ/জেডএস