বুধবার (৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার মোগরাকুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মোগরাকুল এলাকার আব্দুল হেকিমের ছেলে ছালিম ও একই এলাকার হাবি ভূঁইয়ার ছেলে শরীফ।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুজ্জমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন ছালিম ও শরীফ। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মোগরাকুল এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/