প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আশরাফ আলী ফারুককে জাতীয় রাজস্ব বোর্ডের আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা (উপ-সচিব) আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের জিএনএসপি ইউনিটের উপ প্রধান হিসেবে বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুর রহমানকে অভ্যন্তরীণ সরকার বিভাগের জাতীয় সঞ্চয় অধিদফতরে বদলি করা হয়েছে।
এছাড়াও উপ-সচিব মর্যাদায় পদোন্নতি দিয়ে আমিরুল ইসলামকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরএম/জিপি/জেডএম