ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ৩৫ ককটেল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
নড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ৩৫ ককটেল উদ্ধার

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) দুপুরে উপজেলার আন্ধার মানিক গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আন্ধার মানিক এলাকার একটি বাড়ির পাশে বালতির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি ককটেল উদ্ধার করা হয়।

কারা কি কারণে ককটেলগুলো রেখেছে তার তদন্ত চলছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করার জন্য ককটেলগুলো রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।