বুধবার (০৩ মে) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি রয়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা যা কিছু করেছি দেশের জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নের জন্য করেছি। ভারত কেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমরা চুক্তি ও সমঝোতা করেছি। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা চলছি। আমি বিভিন্ন দেশে যাই, তখন ওইসব দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। এর সবকিছু বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা করে থাকি। ভারতের সঙ্গে যে চুক্তি ও সমঝোতাগুলো হয়েছে তা দেশের উন্নয়নের স্বার্থেই হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসএম/এসকে/এমজেএফ