ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিএনপির আমলে প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে কিছুই জানায়নি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ৩, ২০১৭
বিএনপির আমলে প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে কিছুই জানায়নি

জাতীয় সংসদ ভবন থেকে: ভারতের সঙ্গে দেশ বিরোধী কোনো চুক্তি হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনও দেশ বিরোধী চুক্তি করে না, করবেও না। বরং বিএনপির সময় চীনের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, সে সম্পর্কে দেশের জনগণকে কিছুই জানানো হয়নি, এমনকি সংসদকেও জানায়নি।

বুধবার (০৩ মে) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি রয়েছে।

বিশেষ করে চীনের সঙ্গে আছে। চীন, রাশিয়া, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা চুক্তি রয়েছে। চীনের সঙ্গে যখন প্রতিরক্ষা সমঝোতা চুক্তি হয়েছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল। যখন তারা চীনের সঙ্গে এই চুক্তি করে তখন বাংলাদেশের একজন মানুষকেও এ সম্পর্কে কিছু জানায়নি, সংসদেও জানায়নি।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা যা কিছু করেছি দেশের জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নের জন্য করেছি। ভারত কেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমরা চুক্তি ও সমঝোতা  করেছি। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা চলছি। আমি বিভিন্ন দেশে যাই, তখন ওইসব দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। এর সবকিছু বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা করে থাকি। ভারতের সঙ্গে যে চুক্তি ও সমঝোতাগুলো হয়েছে তা দেশের উন্নয়নের স্বার্থেই হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।