ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

২০১৪ নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা অর্বাচিন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
২০১৪ নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা অর্বাচিন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবন থেকে: ২০১৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা অর্বাচিন বলে মন্তব্য করেছেন প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক চর্চার প্রতি বিশ্বের বিভিন্ন দেশের আস্থা আছে বলেই আইপিইউ ও সিপিএ’র সভাপতি নির্বাচিত করেছে। এটাই হলো বাস্তব কথা।

বুধবার (০৩ মে) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
 
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা কি অর্জন করেছি, তা বিশদভাবে জানতে পারবেন।

তবে সম্মেলনের পর একটি কথা হয়েছে। আমি বলতে চাই সেটা হলো, আমাদের ২০১৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের আমি বলবো, এই আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হওয়া পর এবং আইপিইউ নির্বাচন ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নির্বাচনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী আইপিইউ সভাপতি নির্বাচিত হয়েছেন।
 
তিনি বলেন, পৃথিবীর খুব কম দেশেই আছে এক সঙ্গে দু’টি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হতে পেরেছে। এরকম ইতিহাস পৃথিবীর কম দেশেই আছে। বাংলাদেশের নির্বাচনটাকে সব দেশ এবং দেশের গণতান্ত্রিক বিশ্বের পার্লামেন্ট গ্রহণ করেছে বলেই তারা এ দেশকে ভোট দিয়েছে। আমাদের দু’জন সদস্য সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপর যখন আইপিইউ সম্মেলন করি, সেই সম্মেলনে সব দেশের প্রতিনিধিরা এসেছেন এবং অত্যন্ত সফলভাবে সম্মেলন হয়েছে। তারপরেও ২০১৪ সালের নির্বাচন নিয়ে যারা অনবরত নানা রকম কথা বলে, বিভ্রান্তির সৃষ্টি করতে চায়। অন্তত তাদের ঘাটে পানি আসা দরকার।  
 
তিনি বলেন, আর এ ধরনের কথা বলা থেকে তারা যেন বিরত থাকেন, আর যেন না বলেন। কারণ এটা তাদের জন্য খুব লজ্জার ব্যাপার।  

প্রধানমন্ত্রী বলেন, তারা এ ধরনের কথা যতই বলবেন, মানুষ  মনে করবে তারা খুব অর্বাচিন। আসলে গণতন্ত্র সম্পর্কে, পার্লামেন্টের প্রাকটিস সম্পর্কে, পার্লামেন্ট সম্পর্কে তাদের কোনো ধারনাই নাই, এটাই জনগণ মনে করবে। এটাই হলো বাস্তব কথা। কাজেই যারা এখনও প্রশ্ন তোলেন আশাকরি এ সফল আইপিইউ সম্মেলনের পর তারা এবিষয়ে আর প্রশ্ন করবেন না। কাজেই আইপিইউ সম্মেলন আমাদের বিরাট অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র আছে, নির্বাচন যে সফলভাবে হয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে এখন আর খিস্তি খেউর হয় না। নোংরা কথা হয় না। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা হয়। এটাই হলো বাস্তব কথা।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসএম/এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।