ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ২ শিশু বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ৩, ২০১৭
ফতুল্লায় ২ শিশু বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ  ফতুল্লায় ২ শিশু বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ-ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে দুই বোন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এরা হলো বিথী (১০) ও তার চাচাতো বোন সোনালী (৯)।

বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এর পরপরই স্থানীয় লোকজন তাদের ঢামেকে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী আওলাদ হোসেন জানান, ফতুল্লা জেলখানা গেটের সামনে হৈ চৈয়ের শব্দ শুনে সেখানে গিয়ে শিশু দু’টিকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। পাশের চারতলা ভবনের তৃতীয়তলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নিচে পড়ে যায়। ওই ভবনের তৃতীয় তলায় বারান্দার পাশে বৈদ্যুতিক তার ছিল।

দগ্ধ সোনালী জানায়, তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। দুই চাচাতো বোনসহ মায়ের সঙ্গে ফতুল্লায় বড় বোন আদুলির বাসায় বেড়াতে এসেছে। বিকেলে তারা দু’জন তৃতীয় তলার বারান্দায় খেলছিল। এরপর কি হয়েছে কিছুই জানে না সে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বিথীর শরীরের ৪৫ ও সোনালীর ১৩ শতাংশ পুড়ে গেছে। বিথীর অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এজেডএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।