মঙ্গলবার (৩ মে) সকাল ১০টা থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এবং সরকারের উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে গণভবন থেকে ঢাকা বিভাগের পাঁচ জেলার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল রাকিব হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জজ মিয়া, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল এবং উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে সরাসরি অংশ নেন।
এছাড়া ভিডিও কনফারেন্স দেখতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/