কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে পঙ্কজ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৩ মে) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবসান প্রকল্পের ভেতরে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহীন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
এসময় তার পকেটে থেকে মোবাইল নিয়ে তার স্বজনদের খবর দেওয়া হয়। পরে তার স্বজনদের পঙ্কজের মরদেহ বলে নিশ্চিত করে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলোদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।