ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরের রাজাকার মান্নানের মামলা ট্রাইব্যুনালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ৩, ২০১৭
পিরোজপুরের রাজাকার মান্নানের মামলা ট্রাইব্যুনালে

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রাজাকার আব্দুল মান্নান খাঁনের (৭৭) বিরুদ্ধে দায়ের করা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৩ মে) দুপুরে মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর এ আদেশ দেন পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত।

পিপি খাঁন মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১৯ এপ্রিল রামচন্দ্রপুর গ্রামের দেলোয়ার ফরাজী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আব্দুল মান্নান খাঁ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন গ্রামে মানুষ হত্যা, ঘর-বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত করা ও নারীদের ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ করেন। তার বিরুদ্ধে রামচন্দ্রপুর গ্রামের সুদীপ মণ্ডলের দুই মেয়েকে ধর্ষণের পর পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া, কাউখালী উপজেলার শংকরপুর গ্রামের নসাই মিস্ত্রীর ছেলে রমেশ মিস্ত্রীকে রামচন্দ্রপুর গ্রামে প্রকাশ্যে হত্যাসহ আরও চারজনকে হত্যা, বিভিন্ন বাড়ি-ঘরে লুটপাটসহ ১৯টি অভিযোগ আনা হয়।

পিরোজপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ের ৩৩৭নং পৃষ্ঠায় ২২নং ক্রমিকে কুখ্যাত রাজাকার হিসেবে আসামির নাম রয়েছে। এ মামলায় ২২ জনকে সাক্ষী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।