ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কে এই কিশোরী!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ৩, ২০১৭
কে এই কিশোরী! কে এই কিশোরী-ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নাম কী? কোথা থেকেই বা এসেছো? কোথায় যাবে? কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর দিতে পারছে না ১৬-১৭ বছরের এক কিশোরী।

নেত্রকোনার আন্তঃজেলা বাস টার্মিনালের একটি কাউন্টারে এসে ঢাকার বাসের টিকেট চেয়েছিল সে। কিন্তু কাউন্টার থেকে টিকেট না দেয়ায় বাধে বিপত্তি।

টিকেট না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে সে। মুহূর্তে জড়ো হয়ে যায় হাজারো মানুষ। মেয়েটির হাবভাব দেখে মানসিক প্রতিবন্ধী বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (৩ মে) বিকেলে এমনই ঘটনা ঘটে শহরের পাড়লা হোসেনপুর এলাকায় অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনালে।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নিয়ে যান।  

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, মেয়েটি কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছে না। পুলিশ ওই কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।