ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সমৃদ্ধশালী দেশের দিকে এগুচ্ছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
সমৃদ্ধশালী দেশের দিকে এগুচ্ছে বাংলাদেশ সেমিনারে অতিথিরা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, দক্ষ মানবসম্পদ ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।

স্বাধীনতার পর শূন্য হাতে যাত্রা শুরু করে বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণসহ অর্থনীতিতে সমৃদ্ধশালী দেশের দিকে এগুচ্ছে।

বুধবার (০৩ মে) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত উপ-প্রকল্প সমূহের অগ্রগতি বিষয়ক’ সেমিনারে এসব কথা বলেন তিনি।



তিনি বলেন, গবেষকরাও আমাদের অগ্রগতিতে বিস্ময় প্রকাশ করেছেন। আন্তর্জাতিক গবেষকদের মতে ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৫০টি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ২৩তম। আমরা এখন আছি ৩৭ তম স্থানে। এটা সম্ভব হচ্ছে আমাদের মানব সম্পদকে দক্ষ জনসম্পদে পরিণত করতে পারছি বলেই।

ইউজিসি চেয়ারম্যান বলেন, সরকার ২০০৯ সালে হেকেপ প্রজেক্ট চালু করেন এ প্রজেক্ট ৫ বছর মেয়াদি ছিলো। এর অগ্রগতি দেখে সরকার আরো ৫ বছর মেয়াদ বাড়ায়। মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।

পবিপ্রবি’র প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

সেমিনারে পবিপ্রবি’র ১৩টি উপ-প্রকল্পের উন্নয়নমূলক কর্মকাণ্ড মাল্টিমিডিয়া’র মাধ্যমে উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড ট্রের্নিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।

আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর বদিউজ্জামানের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও সংবাদ কর্মীরা অংশ নেন।

ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

এর আগে, সকালে ৯টায় ইউজিসি’র চেয়ারম্যান ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন ও প্রশাসনিক ভবনের সামনে একটি বকুল গাছের চারা রোপন করেন।

বিকেল ৪টায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রস্তাবিত কুয়াকাটা মেরিন ফিশারিজ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন করেন।

মঙ্গলবার (০২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শাখা প্রধান ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় করেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএস/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।