মঙ্গলবার (০৯ মে) বিকেল ৪টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর ছড়ার পশ্চিমপাড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই এলাকার হেলাল মিয়ার স্ত্রী রোজিয়া বেগম (৪৫), পাশ্ববর্তী লাখেরপাড় এলাকার ফয়েজ উদ্দিনের স্ত্রী শাহানা আক্তার ও লাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম।
তাদের কাছ থেকে ৭০ বোতল মদ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ইতোমধ্যে মামলা (নং-০৯(৫)১৭) দায়ের করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এনইউ/জিপি/আইএ