ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গোয়াইনঘাট সীমান্তে মদের চালানসহ ৩ নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
গোয়াইনঘাট সীমান্তে মদের চালানসহ ৩ নারী আটক

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা থেকে মদের চালানসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মে) বিকেল ৪টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর ছড়ার পশ্চিমপাড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই এলাকার হেলাল মিয়ার স্ত্রী রোজিয়া বেগম (৪৫), পাশ্ববর্তী লাখেরপাড় এলাকার ফয়েজ উদ্দিনের স্ত্রী শাহানা আক্তার ও লাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম।

তাদের কাছ থেকে ৭০ বোতল মদ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ইতোমধ্যে মামলা (নং-০৯(৫)১৭) দায়ের করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এনইউ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।