ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ঝড়ে নৌকা ডুবে শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ৯, ২০১৭
শ্যামনগরে ঝড়ে নৌকা ডুবে শিশু নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে আবু সায়ীদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার খোলপেটুয়া নদীতে এ নৌকা ডু‌বির ঘটনা ঘটে। আবু সায়ীদ উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামের আবুল বাশারের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ মান্নান আলী বাংলা‌নিউজকে জানান, শখের বশে জেলেদের নৌকা করে মাছ ধরতে যায় আবু সায়ীদ। সন্ধ্যায় হঠাৎ ঝড় উঠলে নৌকা তীরের ভেড়ার সময় ডুবে যায়। এসময় অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও আবু সায়ীদ নদীতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ‌দিকে, এ ঘটনা শোনামাত্র সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।