মঙ্গলবার (০৯ মে) এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান রুবেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহানাজ সুলতানা ও রজবী নাহার রজনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
সাইদুর রহমান রুবেল জানান, সোমবার (০৮ মে) রাজধানীর গুলশান-২ এ অস্বাস্থ্যকর পরিবেশ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দাম এবং মোড়কে মূল্য তালিকা প্রদর্শন ছাড়া পণ্য বিক্রি করায় ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’ এর ব্যবস্থাপক জসিম উদ্দিনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে ফুটপাতের ওপর দোকান তৈরি করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন দোকান মালিককে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
এছাড়াও রাজধানীর পূর্ব কাজীপাড়া, কাফরুল, মিরপুরে অভিযান চালনো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ ও মোড়কে মূল্য তালিকা প্রদর্শন ছাড়া পণ্য বিক্রয় করায় কাদের সুইটস অ্যান্ড ফাস্টফুটকে ৩০ হাজার টাকা জরিমানা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ইয়ান থাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক পার্থকে পাঁচ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় নিউ জ্যোতি ফার্মেসির ব্যবস্থাপক আজাহারকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এএটি/এসএইচ