ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৯, ২০১৭
বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা আয়োজন বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা আয়োজন-ছবি: আরিফ জাহান

বগুড়া: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা কালচারাল অফিসার সাগর বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল।

এছাড়া আলোচনা সভায় অংশ নেন মৃণাল কান্তি সাহা, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেবদুলাল দাস।

এর আগে সকাল ১০টায় জেলা কারাগারে বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।