মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা কালচারাল অফিসার সাগর বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম।
এছাড়া আলোচনা সভায় অংশ নেন মৃণাল কান্তি সাহা, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেবদুলাল দাস।
এর আগে সকাল ১০টায় জেলা কারাগারে বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ