মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় শিবালয়ের জাফরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মিন্টু শেখ উপজেলার রঘুনাথপুর এলাকার পাল্টু শেখের ছেলে।
শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাছ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি চক্রের সঙ্গে জড়িত রয়েছে মিন্টু শেখ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আক্কাছ আলী।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআরএস/জেডএস