ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
শিবালয়ে ইয়াবাসহ যুবক আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে মিন্টু শেখ (২০) নামে মাদক ব্যবসায়ী এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় শিবালয়ের জাফরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মিন্টু শেখ উপজেলার রঘুনাথপুর এলাকার পাল্টু শেখের ছেলে।

শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাছ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি চক্রের সঙ্গে জড়িত রয়েছে মিন্টু শেখ।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আক্কাছ আলী।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।