ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মে ৯, ২০১৭
গাজীপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে কাপাসিয়া উপজেলার আড়ালের দক্ষিণগাঁও এলাকায় মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জিয়াউল হক নাসির।

বক্তব্য রাখেন, মরিয়ম ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোশারফ হোসেন মিয়া, আজম সরকার, ইউপি চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুবসহ অনেকেই।

পরে মরহুমের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।