হাওরের ফসলহানির ঘটনা জাতীয় দুর্যোগ। হাওরবাসীর সংকট জাতীয় সংকট।
মঙ্গলবার (০৯ মে) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে হাওরের ফসলহানির ঘটনায় আয়োজিত এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্থানীয় হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা আয়োজিত সমাবেশে সুলতানা কামাল আরো বলেন, মানুষের এই দুর্যোগ-দুর্ভোগ নিয়ে যেন রাজনীতি না হয়। হলে তা সহ্য করা হবে না। আমরা হাওরের মানুষের সঙ্গে এক কাতারে আছি। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ, এনজিও ঋণ মওকুফ করতে হবে। মানুষের জীবন নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়।
হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন-বেসরকারি সংস্থা নিজেরা করি’র প্রধান নির্বাহী খুশি কবির, মানবাধিকার কর্মী সুব্রত চৌধুরী, এএলআরডি’র প্রধান নির্বাহী শামসুল হুদা, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
সমাবেশ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন সুলতানা কামাল।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআই