মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন- বিকাশ পাল (১৭), সোহাগ দাস (২৫) ও রাম প্রসাদ পাল (২৮)।
সহকর্মী সজিব বাংলানিউজকে জানান, তাঁতী বাজার এলাকায় অবস্থিত গোল্ড ওয়ার্কশপ স্বর্ণের কারখানার শ্রমিক তারা। সন্ধ্যায় কারখানার ভেতরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন বের হলে তারা দগ্ধ হন। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আগুনে দগ্ধদের অবস্থা গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এজেডএস/জিপি/জেডএস