ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৭
মাদারীপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে বজ্রপাতে জসিম বেপারি (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কুলপদ্বী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জসিম সদর উপজেলার পাঁচখোলা এলাকার মজিবুর বেপারির ছেলে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবু নাঈম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ইটভাটায় কাজ করছিলেন জসিম। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।