মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার এক নম্বর বদরখালী ইউনিয়নের কুমড়াখালী এলাকার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
রুবেলের বাবা ওই এলাকার আবদুর রব সিকদার বাংলানিউজকে জানান, শনিবার (৬ মে) রুবেল ছুটিতে বাড়িতে এসেছেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআই