ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নবীন পুলিশদের নিরাপদ সমাজ গড়ার আহ্বান আইজিপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৯, ২০১৭
নবীন পুলিশদের নিরাপদ সমাজ গড়ার আহ্বান আইজিপির পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক

ঢাকা: জননিরাপত্তা বিধানের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ার কাজ করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ৩৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে নবনিযুক্ত কর্মকর্তাদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, একবিংশ শতাব্দীতে পুলিশে অনেক পরির্বতন এসেছে।

দ্রুত পরিবর্তনশীল বর্তমান বিশ্বে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন ঘটছে। পুলিশ সদস্যদেরকে মানুষের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা বুঝতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটি গৌরবোজ্জ্বল সমৃদ্ধ অতীত রয়েছে। পুলিশ বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জ্ঞান অর্জন করে নিজেদেরকে আগামীদিনের যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।

৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১১২ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ৯৪ জন পুরুষ ও ১৮ জন নারী। আগামী ১১ মে থেকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে তাদের ১ বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।