ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ইউনিয়ন তথ্যকেন্দ্রের ইন্টারনেট অভিযোগ জানাতে কল সেন্টার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ৯, ২০১৭
ইউনিয়ন তথ্যকেন্দ্রের ইন্টারনেট অভিযোগ জানাতে কল সেন্টার

ঢাকা: দেশব্যাপী ছড়িয়ে থাকা ইউনিয়ন তথ্যকেন্দ্রে ইন্টারনেট সংযোগ বিষয়ক অভিযোগ জানানোর জন্য কল সেন্টার সেবা চালু করেছে বিটিসিএল।

বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, উন্নত ও সময়োপযোগী সেবা দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের জন্য বিটিসিএলের কল সেন্টার সেবা চালু করা হয়েছে।

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের অংশ হিসেবে বিটিসিএল ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বলে জানায় বিটিসিএল।

এই নেটওয়ার্কের মাধ্যমে এখন পর্যন্ত এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রে টু-এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা ইন্টারনেট সংযোগ বিষয়ক যেকোনো অভিযোগ বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’-এ কল করে জানাতে পারবেন।

এছাড়া ইমেইলে ([email protected], [email protected], [email protected], [email protected], [email protected]) অভিযোগ জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।