বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, উন্নত ও সময়োপযোগী সেবা দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের জন্য বিটিসিএলের কল সেন্টার সেবা চালু করা হয়েছে।
সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের অংশ হিসেবে বিটিসিএল ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বলে জানায় বিটিসিএল।
এই নেটওয়ার্কের মাধ্যমে এখন পর্যন্ত এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রে টু-এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা ইন্টারনেট সংযোগ বিষয়ক যেকোনো অভিযোগ বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’-এ কল করে জানাতে পারবেন।
এছাড়া ইমেইলে ([email protected], [email protected], [email protected], [email protected], [email protected]) অভিযোগ জানানো যাবে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমআইএইচ/জেডএস