ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ৯, ২০১৭
শিবালয়ে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে মো. রানা (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৯ মে) বিকেলে শিবালয় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামাল মোহাম্মদ রাশেদ এ দণ্ড দেন।

রানা মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জেলার পাটুরিয়াঘাট এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ রানাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ। বিকেলে রানাকে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।