মঙ্গলবার (০৯ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ১০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান (এসপিপি. জি.) এর নেতৃত্বে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম থানাধীন কাঁঠালিয়া নামক স্থান থেকে দুই হাজার ৬শ’ ৬৬টি শাড়ি ও ৯০টি লেহেঙ্গা ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জব্দ করা হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৬ বোতল মদ, ৩৬টি শাড়ি ও ১০৮টি মোবাইলের যন্ত্রাংশ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
জব্দ শাড়ি ও মাদকদ্রব্যসহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৩৯ লাখ ৯১ হাজার ২শ’ টাকা। জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অন্যান্য মালমাল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিচালক খন্দকার গোলাম সারোয়ার অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ০৯, ২০১৭
জিপি/জেডএস