ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে সুধাসদনে দোয়া মাহফিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ৯, ২০১৭
ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে সুধাসদনে দোয়া মাহফিল সুধাসদনে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

ঢাকা: দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকীতে সুধাসদনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুম ড. ওয়াজেদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের কথা স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে পরিবারের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমইউএম/আরআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।