ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরের ধাপেরহাট ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
সাদুল্যাপুরের ধাপেরহাট ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত (স্বারক নং ৪৬.০০.৩২০০.০১৭.২৭.০০৩.১৬.৩৬৭) এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রহিমা খাতুন বলেন, রফিকুল ইসলাম নওশার বরখাস্তের বিষয়টি শুনেছি।

তবে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আদেশ হাতে পাইনি।  

প্রসঙ্গত, ২০১৬ সালে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নওশা (ঘোড়া প্রতীক) ফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।  

খবর পেয়ে তৎকালীন সাদুল্যাপুর ইউএনও আবু রায়হান দোলনের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনছার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় অবরোধকারীরা বিক্ষোভ করে পুলিশের দু’টি গাড়ি ভাঙচুরের পর ইউএনও, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালান। এতে ১০ জন আহত ও লেবু মণ্ডল নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়ে মারা যান।

এ ঘটনায় নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশাকে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখসহ তিন-চার হাজার জনকে আসামি করে দু’টি মামলা করা হয়। সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস ও রামজীবন ভৌমিক বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।
 
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।