আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ৮টার দিকে গণভবনে বাংলাদেশে সফররত সৌদি সংস্কৃতি ও তথ্য মন্ত্রী ডা. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ প্রধানমন্ত্রীর হাতে এ আমন্ত্রণপত্র তুলে দেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই সামিটে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটে যোগ দিতে সৌদি বাদশার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানান প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, বৈঠকে সৌদি মন্ত্রী সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি আশা করেন।
বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুতে কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বাংলাদেশই এ হুমকির সম্মুখীন নয়, এটা এখন বৈশ্বিক সমস্যা।
সরকারের নেতৃত্বে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সন্ত্রাসের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানোর কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে যেকোন মূল্যে অর্থ ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।
কিছু বিপথগামী মানুষের জন্য সারাবিশ্বে শান্তির ধর্ম ইসলামের বদনাম হচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
সৌদি মন্ত্রী বলেন, গত কয়েক বছরে সংঘাতের শিকার হয়ে ইরাকে ৯ লাখ, সিরিয়ায় ৬ লাখ মানুষ মারা গেছে। উদ্বাস্তু হয়েছে ১২ মিলিয়ন মানুষ।
সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মে ০৯, ২০১৭/আপডেট: ২৩২৬ ঘণ্টা
এমইউএম/আরআর/