ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ৯, ২০১৭
রাজধানীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর মতিঝিলে জাকির হোসেন (২৮) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০৯ মে) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

আহত জাকিরের বন্ধু ইমরান হোসেন জানান, জাকির পশ্চিম রামপুরার ওমর আলী লেনে থাকেন।

তিনি ফিল্টার পানির ব্যবসা করেন। তিনি ইমরানকে নিয়ে মোটরসাইকেলে করে মতিঝিল থেকে বাসায় ফিরছিলেন। মতিঝিলের জসিমউদ্দিন রোডে পৌঁছালে দুই যুবক তাদের পেছন থেকে গুলি করে। এসময় জাকিরের পিঠে ও মাথার পেছনে গুলি লাগে।

ইমরান আরও জানান, গুলি করা ওই ২ যুবকের নাম সুমন ও শাওন। কিছুদিন আগে জাকির বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিওটিসি) টেন্ডার সিডিউল নেন। তাদের সঙ্গে টেন্ডার নিয়ে জাকিরের দ্বন্দ্ব চলছিল।  জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এজেডএস/এমআরপি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।