ঢাকা: রাজধানীর ইসলামবাগে একটি পলি কারখানায় মেশিন মেরামত করতে গিয়ে নিচে পড়ে সুমন (২০) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সুমনের সহকর্মী তাজুল ইসলাম জানান, তারা ইসলামবাগে একটি পলি কারখানায় কাজ করেন।
সন্ধ্যায় একটি মেশিন বিকল হয়ে যায়। সুমন ওই মেশিনটি মেরামত করতে এর উপরে উঠেন। এসময় অসাবধানতায় তিনি নিচে পড়ে যান। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এজেডএস/এমআরপি/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।