ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নওয়াপাড়ায় শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
নওয়াপাড়ায় শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২ নওয়াপাড়ায় শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২-ছবি-বাংলানিউজ

যশোর: যশোরের শিল্পনগরী নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় আকিজ গ্রুপের শ্রমিকবাহী বাসের দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক শ্রমিক।

মঙ্গলবার (০৯ মে) রাত পৌনে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পৌর এলাকার তালতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

অভয়নগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মনদীপ ঘরাই বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন-মণিরামপুরের মনোহরপুর গ্রামের আকবর আলীর স্ত্রী পদবানু (৩০) ও একই গ্রামের আলা শিকদারের স্ত্রী নুরজাহান ওরফে ঝুনা। হতাহতরা আকিজ জুট মিলের শ্রমিক।  

মনদীপ ঘরাই জানান, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা এবং যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শ্রমিকরা জানান, মিলে কাজ শেষ করে স্টাফ বাসে শ্রমিকরা বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পৌর এলাকার তালতলা রেলক্রসিংয়ে যশোরগামী একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের দুই শ্রমিক নিহত হন এবং অন্তত ৫৩ শ্রমিক আহত হন।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।