ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে কৃষ্ণমূর্তি উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ৯, ২০১৭
বেনাপোলে কৃষ্ণমূর্তি উদ্ধার বেনাপোলে কৃষ্ণমূর্তি জব্দ 

বেনাপোল (যশোর): ভারত থেকে পাচার হওয়া ১০ লাখ টাকা মূল্যের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

মঙ্গলবার (০৯ মে) বিকেলে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এই মূর্তি উদ্ধার করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এক যুবককে ধাওয়া করেন।

এসময় যু্বকটি তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ থেকে ১২ কেজি ওজনের একটি কৃষ্ণমূর্তি পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প-এর সুবেদার ওয়াহাব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তিটি পরবর্তীতে বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এজেডএইচ/এমআরপি/আর‌আর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।