মঙ্গলবার (০৯ মে) বিকেলে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এই মূর্তি উদ্ধার করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এক যুবককে ধাওয়া করেন।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প-এর সুবেদার ওয়াহাব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তিটি পরবর্তীতে বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এজেডএইচ/এমআরপি/আরআর