মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক সংবাদে সিলেটে কর্মরত ফটোসাংবাদিক ইদ্রিছ আলীসহ ১০ জন। মঙ্গলবার (০৯ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী।
তিনি বলেন, চার্জশিটে অভিযুক্ত ৬ আসামির মধ্যে রয়েছেন আবুল হোসেন (২৫), ফয়সাল আহমদ (২৭), মামুনুর রশীদ (২৫), মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী (২৪), আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সাফিউর রহমান ফারাবী (৩০)।
অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সালসহ আরও একজন পলাতক এবং অন্য তিনজন কারাগারে আছেন।
গত বছরের ২৮ আগস্ট পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হলে পর্যবেক্ষণ আদেশে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।
২০১৫ সালের ১২ মে সকালে সুনামগঞ্জে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে নগরীর সুবিদবাজারের নিজ বাসা থেকে বের হন অনন্ত বিজয় দাশ (৩২)। পথিমধ্যে পাড়ার গলির মুখে তাকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।
খুনের ঘটনার একদিন পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে মহানগরীর এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করেন।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনইউ/এমআরপি/আরআর