মঙ্গলবার (০৯ মে) রাতে জেলার বিরল উপজেলার পৌর এলাকার বর্মপুর এলাকা থেকে এ কষ্টিপাথর উদ্ধার করা হয়।
আটকেরা হলেন-উপজেলার বিরল পৌর শহরের বর্মপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রাশেদ বাবু (৩০) ও একই উপজেলার রবিপুর গ্রামের ভোলা রায়ের ছেলে খোকন রায় (১৮)।
দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরল পৌর শহরের বর্মপুর গ্রামের রাশেদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ৮ কেজি ৮৭০ গ্রাম ওজনের একটি রাধাকৃষ্ণের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ৬ দিন আগে রাশেদ রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া মোল্লাপাড়া গ্রামের মাহবুবের পুকুর সংস্কার করার সময় কষ্টি পাথরের এ মূর্তিটি পান। তারপর মূর্তিটি তিনি গোপনে বাড়িতে রেখে বিক্রির জন্য ক্রেতার খুঁজছিলেন। বিষয়টি জানতে পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসএ/আরআর