ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ফ্লেক্সিলোডের ডিলারের টাকা ছিনতাই, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মে ৯, ২০১৭
সিলেটে ফ্লেক্সিলোডের ডিলারের টাকা ছিনতাই, আটক ১ সিলেটে ফ্লেক্সিলোডের ডিলারের টাকা ছিনতাই, আটক ১

সিলেট: সিলেট নগরীর তালতলায় বিক্রয়কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রামীণফোনের ফ্লেক্সিলোড ডিলারের নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (০৯ মে) রাতে নগরীর তালতলায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আটক শামসুজ্জামান নিপু (২৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার জুমগাঁও এলাকার বশির উদ্দিনের ছেলে।

বিক্রয়কর্মী শম্ভু কুমার জামতলা এলাকার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার বন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র জানান, সুরমা মার্কেটে ব্যবসায়ীদের কাছ থেকে গ্রামীণফোনের ফ্লেক্সিলোডের টাকা উত্তোলন করে অফিসে ফিরছিলেন শম্ভু। রিকশাযোগে ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এসময় আরো এক ছিনতাইকারী তিনজনের সঙ্গে সামিল হন। ছিনতাইকারীরা নগদ ৫০ হাজার টাকা ও সিম কার্ডসহ প্রায় ৯০ হাজার টাকার পণ্য ছিনিয়ে নেয়।

আটক নিপুর বরাত দিয়ে তিনি বলেন, পলাতক তিনজনের নাম-ঠিকানা জানা গেছে। ছিনতাইকৃত টাকা ও পণ্যসামগ্রী উদ্ধারে অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘন্টা, মে ১০, ২০১৭
এনইউ/এমআরপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।