ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শবে বরাতে সিলেটে আতশবাজি নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মে ৯, ২০১৭
শবে বরাতে সিলেটে আতশবাজি নিষিদ্ধ শবে বরাতে সিলেটে আতশবাজি নিষিদ্ধ

সিলেট: শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ করেছে সিলেট মহানগর পুলিশ। মঙ্গলবার (০৯ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুছা।

শবে বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে মহানগর পুলিশের ৬টি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। এগুলো হলো- শবে বরাত উদযাপনে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে মাজার শরীফ, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের পাশে সার্বিক আইনশৃঙ্খলা ও অনাকাঙ্খিত ব্যক্তি/বস্তু সর্ম্পকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।

সিলেট মহানগর এলাকায় কোনো ধরনের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন করা যাবে না। একযোগে বা দলগতভাবে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

মসজিদ, মাজার ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোনো বস্তু বহন করা যাবে না।

মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত বন্দেগী কর‍ার জন্য নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিতে অনুরোধ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘন্টা, মে ১০, ২০১৭
এনইউ/এমআরপি/আরআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।