মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া কুরগাঁও নতুনবাজার এলাকার সততা ক্লিনিকের পেছন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিপির স্বামী শাকিল ও শ্বশুর নজরুল ইসলাম পলাতক রয়েছেন।
লিপির মামা রাকিব অভিযোগ করে জানান, গত কয়েকদিন ধরে লিপিকে যৌতুকের দাবিতে নির্যাতন করছিল তার স্বামী ও তার পরিবার। পরিবারের পক্ষ থেকে সাতদিনের মধ্যে দাবি পূরণের কথা জানানো হয়। লিপিকে হত্যার হুমকিও দেয় তারা। মঙ্গলবার লিপির স্বামী শাকিল ও পরিবারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পলাতক পরিবারের সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরআর/