ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মে ৯, ২০১৭
আশুলিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ আশুলিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

ঢাকা: আশুলিয়ার কুরগাঁও এলাকায় লিপি (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া কুরগাঁও নতুনবাজার এলাকার সততা ক্লিনিকের পেছন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

লিপির স্বামী শাকিল ও শ্বশুর নজরুল ইসলাম পলাতক রয়েছেন।

লিপির বাড়ি জামগড়া চিত্রশাইল এলাকায়।

লিপির মামা রাকিব অভিযোগ করে জানান,  গত কয়েকদিন ধরে লিপিকে যৌতুকের দাবিতে নির্যাতন করছিল তার স্বামী ও তার পরিবার। পরিবারের পক্ষ থেকে সাতদিনের মধ্যে দাবি পূরণের কথা জানানো হয়। লিপিকে হত্যার হুমকিও দেয় তারা। মঙ্গলবার লিপির স্বামী শাকিল ও পরিবারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।  

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পলাতক পরিবারের সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।