ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মে ৯, ২০১৭
বীরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় মামলা বীরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় মামলা

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কুশুমতৈর গ্রামে এক শিশুকে (১০) ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দিনগত রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা করেন।  

ধর্ষক জয়ন্ত চন্দ্র রায়কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

জয়ন্ত একই এলাকার ভবেশ চন্দ্র রায়ের ছেলে।  

ভিকটিম বর্তমানে দিনাজপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত সোমবার (৮ মে) রাতে জয়ন্ত প্রতিবেশির বাড়ির শোবার ঘরে প্রবেশ করে এক শিশুকে ধর্ষণ করে।  

শিশুটি তার বাড়ির সদস্যদের ঘটনাটি জানালে তাকে হাসপাতালে ভর্তি কর‍া হয়।  

পরদিন ঘটনা জানাজানি হলে জয়ন্ত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩ইং) এর ৯(১) ধারায় মামলা করেছেন।  

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।