ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা টিস্যু ‘বর্ণমালা চ্যালেঞ্জ’ বিজয়ীরা পুরস্কৃত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
বসুন্ধরা টিস্যু ‘বর্ণমালা চ্যালেঞ্জ’ বিজয়ীরা পুরস্কৃত বসুন্ধরা টিস্যু ‘বর্ণমালা চ্যালেঞ্জ’ বিজয়ীরা / ছবি: সুমন শেখ

ঢাকা: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা টিস্যু আয়োজিত সাড়া জাগানো ‘বর্ণমালা চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার সেরা ২১ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। বাংলা বর্ণমালায় স্পষ্ট উচ্চারণ ও সময়নিষ্ঠার ওপর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিলো।

মঙ্গলবার (১১ মে) দুপুরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এর কনফারেন্স রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সব প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে ইয়াশা সোবহান বলেন, দেশ, ভাষা ও দেশীয় সংস্কৃতি রক্ষায় বসুন্ধরা টিস্যু ব্যতিক্রমী উদ্ভাবনী আরও আয়োজন করবে। ভবিষ্যতে বাংলা ও বাংলা সংস্কৃতি নিয়ে আরও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করবে বসুন্ধরা টিস্যু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্সের মহাব্যবস্থাপক তৌফিক হাসান, জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নানান ভাষার চাপে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বাংলা বর্ণমালা, বানান, ব্যাকরণ প্রয়োগ প্রায় উঠেই যাচ্ছে। বর্ণমালা চ্যালেঞ্জ সেই স্রোতের লাগাম টানারাই নামান্তর। দেশের তরুণ প্রজন্ম এখনও দেশ, ভাষা ও বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, অনুরাগী। একটু অনুশীলই তাদের এই ভক্তি ও ভালোবাসা আরও শানিত করবে।  

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।