ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৭শ’ পিস ইয়াবাসহ নারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
পাথরঘাটায় ৭শ’ পিস ইয়াবাসহ নারী আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. হাসি বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

মঙ্গলবার (১০মে) রাত পৌনে ২টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন থেকে তাকে আটক করা হয়। আটক নারীর একই গ্রামের মো. মোস্তফা মিয়ার স্ত্রী।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক বাংলানিউজকে বলেন, কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নিজ বাড়িতে ইয়াবাসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. সোলায়মানসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঘরে থাকা ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসি বেগম নামে ওই গৃহবধূকে আটক করা হয়। তবে এসময় ঘরে থাকা বাকিরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এই নারী মাদক চক্রের মূল হোতা বলে ধারণা করা হচ্ছে। বহুদিন ধরে পাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় তিনি মাদক সরবরাহ করে আসছিলেন। আটক নারীর বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।