মুন্সীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, নতুন নির্দেশনা অনুসারে গণগ্রন্থাগার সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের শনি থেকে বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে।
তিনি আরও জানান, ২০১১ সালে মুন্সীগঞ্জ পাবলিক লাইব্রেরির নিজস্ব ভবন তৈরি করা হয়। এর আগে লাইব্রেরি কার্যক্রম বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে পরিচালিত হতো। নতুন ভবন পেয়ে লাইব্রেরির মান আরও উন্নত হয়েছে। নিরিবিলি পরিবেশে সবাই পাঠচর্চা করতে পারেন।
বিভিন্ন শ্রেণীর পাঠক এখানে আসেন। তবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি আসেন। নিয়মিত ছাপা সব পত্র-পত্রিকাই রাখা হয়। বই-পুস্তকও নিয়মিত কেনা হয়।
সব মিলিয়ে এখানকার পরিবেশ অনেক ভালো। এখনও মানুষের বই পড়ার প্রতি আগ্রহ দেখলে ভালো লাগে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরবি/আরএ/এএসআর