দিনটি উপলক্ষে বুধবার (১০ মে) সকাল থেকে মন্দিরে মন্দিরে ছিলো পূণ্যার্থীদের ভিড়।
জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারসহ খাগড়াছড়ির নয়টি উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে সংঘ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষুদের পিণ্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা ও বিশ্ব মঙ্গল কামনা করে সমাবেত প্রার্থনা।
দুপুরে দেশ ও জাতির মঙ্গল কামনায় জেলা শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। সন্ধ্যায় বৌদ বিহারগুলো পঞ্চশীল গ্রহণ, প্রবজ্যা গ্রহণ, প্রদীপ পূজা ও ফানুস উড়ানো হবে।
এ দিনে মহান পূণ্যপুরুষ মানবপুত্র বুদ্ধ এ পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতমরূপে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ বা ভূমিষ্ঠ হয়েছিলেন। বুদ্ধগয়ার বোধিবৃক্ষতলে ছয় বছর ঊনপঞ্চাশ দিন কঠিন এবং কঠোর ধ্যান সাধনার মধ্য দিয়ে তার পঁয়ত্রিশ বছরের বয়ক্রমকালে এ বৈশাখী পূর্ণিমা তিথিতেই সম্যক সম্বুদ্ধত্বজ্ঞানে অধিষ্ঠিত হয়ে সোপাদিশেষ নির্বাণ অধিগম করেছিলেন এবং এ পূর্ণিমা তিথিতেই বুদ্ধ আশি বছর বয়ক্রমকালে কুশিনারার যুগ্ম শালবৃক্ষতলে পরিনির্বাপিত হয়েছিলেন। এ জন্য গোটা বিশ্ব বৌদ্ধজগতে এ পূর্ণিমাটি ত্রিস্মৃতিবিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা হিসেবে বিশ্ব বিশ্রুত ও গভীর শ্রদ্ধার সঙ্গে সমাদৃত এবং অন্তরের আত্মনিবেদিত ভালোবাসা উজাড় করে ধর্মীয় ভাব-গাম্ভীযের্র মধ্য দিয়ে প্রতিপালিত হয়।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ১০, ২০১৭
জিপি/এসএইচ