ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রিজ ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
ব্রিজ ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট- ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় একটি ব্রিজের স্লাব ভেঙে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দু’পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। সরকারি ছুটির দিনে ঢাকা ছাড়া মানুষ এতে পড়েছে চরম ভোগান্তিতে।

বুধবার (১০ মে) সকালে ব্রিজের স্লাবটি ভেঙে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় একটি ব্রিজের স্লাব ভেঙে পড়লে মহাসড়কের এক লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে  গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্লাবটির সংস্কার চলছে।
বাইমাইল এলাকায় ভেঙ্গে যাওয়া ব্রিজের স্লাব মেরামত করা হচ্ছে- ছবি: বাংলানিউজ
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বাংলানিউজকে জানান, সকালে বাইমাইল এলাকায় একটি ব্রিজের স্লাব ভেঙে যায়। সকাল ৯টা থেকে সংস্কার কাজ চলছে।

এ ব্যাপারে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে বলেন, বাইমাইল এলাকায় একটি ব্রিজের স্লাব ভেঙে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এক লেন দিয়ে যান চলাচল করছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।