ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় ফল বিক্রি বন্ধের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
বরগুনায় ফল বিক্রি বন্ধের ঘোষণা বরগুনায় ফল বিক্রি বন্ধের ঘোষণা-ছবি-বাংলানিউজ

বরগুনা: জনস্বার্থ রক্ষার্থে ফরমালিনযুক্ত আম, লিচু, কলাসহ সব ধরনের ফল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বরগুনা পৌরসভা। বুধবার (১০ মে) সকাল ১০টার দিকে বরগুনা পৌরসভার উদ্যোগে মাইকিং করে এ ঘোষণা করা হয়।

যদি কোনো ফল ব্যবসায়ীকে ফরমালিনযুক্ত ফল বিক্রিরত অবস্থায় পাওয়া যায় তবে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

ফলে ফরমালিনের ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকি সহ নানান ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

জানা গেছে, আম পাকতে এখনো কয়েকদিন বাকী আছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আম পাকার আগেই কারবাইড দিয়ে আম পাকাচ্ছে এবং তাতে ফরমালিন ব্যবহার করছে। এ কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান বাংলানিউজকে জানান, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভা ফল বিক্রি বন্ধের ঘোষণা দিতে পারে। তবে জেলা প্রশাসনের পক্ষ  থেকে এরকম কোনো ঘোষণা নেই।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।