যদি কোনো ফল ব্যবসায়ীকে ফরমালিনযুক্ত ফল বিক্রিরত অবস্থায় পাওয়া যায় তবে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।
ফলে ফরমালিনের ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকি সহ নানান ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।
জানা গেছে, আম পাকতে এখনো কয়েকদিন বাকী আছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আম পাকার আগেই কারবাইড দিয়ে আম পাকাচ্ছে এবং তাতে ফরমালিন ব্যবহার করছে। এ কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান বাংলানিউজকে জানান, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় পৌরসভা ফল বিক্রি বন্ধের ঘোষণা দিতে পারে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা নেই।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএ