ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কচুরিপানায় ঢাকা শীতলক্ষ্যার ঘাট, শঙ্কা দুর্ঘটনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
কচুরিপানায় ঢাকা শীতলক্ষ্যার ঘাট, শঙ্কা দুর্ঘটনার কচুরিপানায় ঢাকা শীতালক্ষ্যা নৌঘাট/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়েকটি ঘাটের আশপাশের পানি ভরে গেছে কচুরিপানায়। আটকে থাকা কচুরিপানার কারণে নৌকাসহ সব ধরনের নৌযান চলতে হচ্ছে ব্যাপক সমস্যা নিয়ে। এ কারণে দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ চালক-যাত্রীদের।

সরেজমিনে রাতে ঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীদের লম্বা লাইন। কারণ কচুরিপানার কারণে নৌকা একবার ঘাট ছেড়ে গেলে পার হতে অনেক বেগ পেতে হচ্ছে।

মাঝনদী দিয়ে হঠাৎ বড় কোনো ট্রলার বা জাহাজ গেলে ছোট নৌকা দ্রুত সরাতেও অসুবিধা হচ্ছে মাঝিদের। প্রতিনিয়ত নৌকা ডোবার শঙ্কায় ভুগছেন তারা।

ঘাট পার হতে আসা যাত্রী মেহেদী হাসান সজিব বাংলানিউজকে বলেন, আগে যে সময়ে একটি নৌকা অন্তত পাঁচবার যাত্রী পারাপার করতে পারতো, কচুরিপানার কারণে সেখানে এখন মাত্র একবার পার করছে। বন্দর থেকে নারায়ণগঞ্জে আসা কর্মজীবী মানুষ, শিক্ষার্থীরা সন্ধ্যার পর থেকে নদী পার হন বেশি। সেই ৮টায় এসে ৯টার সময়ও লাইনেই রয়েছি। তার উপর এমন অবস্থায় যেকোনো সময় ঘটতে পারে নৌকাডুবির মতো ঘটনা।

মাঝি আওলাদ হোসেন বলেন, বন্দরে বিআইডব্লিউটিএ’র বড় বড় জাহাজগুলো নদীর পাশে নোঙর করে রাখায় নদীর ঢেউয়ে চলমান কচুরিপানাগুলো এখানে আটকে থাকে। এ জাহাজগুলোর কারণেই এভাবে নদীর ঘাটের আশপাশের বিশাল এলাকায় কচুরিপানাগুলো আটকে রয়েছে।

এ ব্যাপারে কয়েকবার আমরা জানিয়েছি কিন্তু বিআইডব্লিউটিএ নদী বন্দর থেকে কোনো ব্যবস্থা নেয়নি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।