ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, মে ১০, ২০১৭
মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরামের সংবাদ সম্মেলন- ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সঙ্গে দেশের কোনো অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সম্পর্ক নেই অভিযোগ তুলে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরাম।

বুধবার (১০ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

আগামী ৪ জুন বর্তমান কাউন্সিলের মেয়াদ শেষ হবে।

তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হয়নি। ভুয়া মুক্তিযোদ্ধা বাছাইয়ের নামে বর্তমান কাউন্সিল টালবাহানা করছে বলে অভিযোগ ফোরামের।

ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলার বর্তমান কমান্ডার আবুল ফয়েজ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।