ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, মে ১০, ২০১৭
বদরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক

রংপুর: রংপুরের বদরগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মে) দিবাগত রাতে পৌর শহরের বালুয়াভাটার নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- বালুয়াভাটা আদর্শপাড়ার রহমত আলীর ছেলে আশরাফুল (৪০), একই এলাকার আবু বক্করের ছেলে জাকির হোসেন (২৫)।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

দীর্ঘদিন ধরে বালুয়াভাটা এলাকায় এ দুই ব্যবসায়ী মাদক বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান ওসি আখতারুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।