বুধবার (১০ মে) সকালে হাইওয়ে পুলিশের উদ্যোগে শ্রীপুর পৌরসভার সহায়তায় এ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভারে নিচে ময়লা আবর্জনার স্তূপ থেকে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এছাড়া সামনে রমজানের পবিত্রতা রক্ষায় মহাসড়কের নিচ থেকে শ্রীপুর পৌরসভার সহায়তায় ময়লা আবর্জনা অপসারণের পরিকল্পনা করা হয়। পাশাপাশি যানজট নিরসনে মহাসড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান, কাঁচা বাজার ও যাত্রী পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।
পর্যায়ক্রমে মহাসড়কের বিভিন্ন এলাকায় এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান ওসি দেলোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/ জিপি/জেডএম